ছবিঃ সংবাদ সারাবেলা।
২০২৩ সালে বাফুফে কর্তাদের সঙ্গে মনোমালিন্য হওয়ায় বাংলাদেশ নারী জাতীয় দলের কোচের দায়িত্ব ছেড়ে দেন গোলাম রব্বানী ছোটন। নারী ফুটবলের সঙ্গে দীর্ঘ ১৪ বছরের সম্পর্ক ছিন্ন করে সে সময় বাংলাদেশ আর্মি নারী দলের কোচ হিসেবে যোগ দেন তিনি।
গোলাম
রব্বানী ২০০৮ সালে পুরুষ জাতীয় দলের সহকারী কোচ ছিলেন। সেখান থেকে তাঁকে নারী ফুটবলের দায়িত্ব দেয় বাফুফে। সেই থেকে লম্বা সময় পার করেছেন নারী কোচ হিসেবে।
এত
দিন পর তার ফিরে
আসা এই বিষয়ে জানতে
চাইলে গোলাম রব্বানী ছোটন জানায়, আমি আগেও ইউথ ডেভেলপমেন্টর সাথে কাজ করেছি, কিন্তু এবারের কাজে নতুন দায়িত্ব ও পথচলা নতুনভাবে
শুরু। এখানে অনেক কাজের সুযোগ যেমন আছে উন্নতি করারও সুযোগ আছে। আমি বিশেষ করে খেলোয়াড়দেরকে নিয়ে উন্নয়নমূলক কাজ করতে চাই এবং তাদেরকে ভালো মানুষে পরিণত করে উচ্চ পর্যায়ের খেলোয়াড় হিসেবে তৈরি করতে চাই যেন ভবিষ্যতে খেলোয়াড়দের শক্তিশালী একটি টিম হয়।
এবং
তিনি আরও বলেন, আমাদের মাননীয় প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট
আলোচনা করে আশ্বস্ত করেছেন যে, ফুটবলের উন্নয়নের জন্য উনারা সকল প্রকার সাহায্য ও সহযোগিতা করবেন।
আমাদের মূল উদ্দেশ্য হলো খেলোয়াড়দেরকে ট্রেইনিংয়ের দ্বারা ভালোমানের ফুটবলার হিসেবে পরিণত করা।
তবে
এখানে চাপের তেমন কিছু নেই মূলত আমরা কাজকেই প্রাধান্য দিয়ে থাকি।
২০০৮
সালে আমি সিনিয়র মেনস ন্যাশনাল টিমের সহকারী কোচ ছিলাম সেখান থেকে আমাকে আনা হয় মহিলা ফুটবলে।
সকলেই জানে যে সে সময়
মহিলা ফুটবলের কি অবস্থা ছিলো
তবুও, আমি আমার সর্বোচ্চ দিয়ে
চেষ্টা করেছিলাম মহিলা ফুটবলকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য এবং তারই ফলাফল সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা। এরপরই ২০২৩ সালে আমাকে মহিলা সেনাবাহিনী ফুটবল দলের দায়িত্ব দেওয়া হয় এবং সেখানেও
খেয়াল করবেন তাদের দলের পারফরম্যান্স অনেক ভালো হয়েছে। এবারেও আমার কাজ হলো এলিট একাডেমীর ইয়ং ও ইয়ুথ ট্যালেন্টেড
খেলোয়াড়দেরকে সর্বোচ্চ রকমের ট্রেইনিং দিয়ে দক্ষতাসমৃদ্ধ করা। আমাদের ফুটবল ফেডারেশনের সকল স্টাফেদের সহযোগিতায় আমরা মূলত বাংলাদেশের প্রতিটি খেলোয়াড়দেরকে ভালোমানের শক্তিশালী খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। পাশাপাশি আমরা চাই খেলোয়াড়রা যেন ব্যক্তিজীবনেও সফল থাকে আমরা সে দিকটাও খেয়াল
রাখবো। এটাই আমাদের মূল লক্ষ্য।
প্রতিটি
কাজেই চ্যালেঞ্জ রয়েছে এবং সেটা জয়লাভ করাই আমাদের কাজ। তবে, বিএফএফ এলিট একাডেমীতে কাজের মূল লক্ষ্য হলো ভালো মানসম্মত খেলোয়াড় হিসেবে তৈরি করা এরফলে ভালো একটা টিম তৈরি হবে তাদের পারফরম্যান্স ভালো হলেই দেশের ফুটবল খেলার উন্নতি হবে। আমার স্বপ্ন ছিলো একাডেমী রিলেটেড কাজ করা এবং দক্ষ ও মানসম্মত খেলোয়াড়
তৈরি করা। আমাদের কাছে অনেক ইয়াং খেলোয়াড়রা তাদের স্বপ্ন নিয়ে আসে তা পূরণ করাই
আমাদের মূল লক্ষ্য ।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh